আত্মার সঙ্গী
- ইয়াছিন আরাফাত
তুমি আমারে কেমনে ভুইলা গেলা?
তোমারে তো আমি আজও হৃদয়ে খুইজা পাই।
তুমি ফিরবা , সে আশাও রাখি না।
তবুও তোমারে ভাইবা ই আমার সময় যায়।
তুমি নিষ্ঠুরের মতো আমাকে ফেলে ,
সামনে আগাই চইলা গেলা।
একটা বারও পেছনে চাইয়া দেখলা না।
তোমারে ছাড়া আমি ভাইঙ্গা গুড়ায় গেলাম।
ঐ হান থিকা এহনও শক্ত হইয়া আর উঠতে পারলাম না।
তুমি তো ঠিকই চইলা গিয়া নিজেরে গুছাই নিছো,
আমি তো এহনো ছন্নছাড়া হয়ে রইলাম।
তুমি কইছিলা ,আমার চোঁখের পানি তুমি সইতে পারো না।
আজ দেখো , তোমার লাইগাই আমার চোঁখের পানি সবথাইকা বেশি ঝরে...
২৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।